Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু


৩০ নভেম্বর ২০১৯ ০৫:২০ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ০১:৪৭

রাজধানীর কুড়িলে স্বামীর ছুরিকাঘাতে আহত কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামের এক গৃহবধূ ঢাকা মেডিকেলে মারা গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন হাসপাতালের আইসিইউতে মারা যায়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত টুম্পা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া গ্রামের শাহ আলমের মেয়ে।

মৃত টুম্পার ছোটবোন আয়শা আক্তার জানান, ‘শান্তামারিয়াম ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষে পড়তো টুম্পা। দীর্ঘ নয় বছর প্রেমের সম্পর্কের পর গত দুই মাস আগে সে সাফখাত হাসান রবিন নামের এক যুবককে বিয়ে করে। সেও কুড়িল চৌরাস্তা এলাকারই পাশাপাশি থাকে।‘

বিজ্ঞাপন

আয়েশা অভিযোগ করে বলেন, রবিন মাদকাসক্ত ছিলো। বিয়ের পর থেকেই পারিবারিক সমস্যা লেগেই ছিলো। গতকাল টুম্পাই তার বাবা মাকে ফোন করে তাকে আনতে যেতে বলে। পরে তার খালা নাজমা আক্তার টুম্পাকে নিয়ে বাসায় আসার পথে চৌরাস্তাতে পিছন থেকে রবিন টুম্পার পিঠে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, ‘ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।‘

ছুরিকাঘাতে মৃত্যু রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর