সানরাইজ প্লাজার আগুন নিভেছে
২০ মার্চ ২০১৯ ০০:৩৭ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ০০:৩৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে সানরাইজ প্লাজায় লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ওই প্লাজায় আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে পলাশী ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১২টা ১২ মিনিটে আগুন নেভায়।
তবে কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছিল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সারাবাংলা/ইউজে/একে