Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত

স্টাফ করেস্পন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তেজগাঁও সাতরাস্তা ও মহাখালী এলাকায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

রাজধানীর সাতরাস্তায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দৃষ্টি প্রতিবন্ধী বাবা রফিকুল ইসলাম (৪০) ও মেয়ে তানজিলা (১২) মারা যান। আহত হয়েছে ছেলে নুর ইসলাম (১৪)। এদিকে, মহাখালী বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অজ্ঞাত (৩৫) বছরের এক যুবক।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে অজ্ঞাত যুবকসহ তাদের তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বাবা ও মেয়ে ও অজ্ঞাত যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নুর ইসলাম প্রাথমিক চিকিৎসা নেন।

বিজ্ঞাপন

মৃত রফিকুল ইসলামের ভাতিজা আব্দুর রাকিব জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জটিয়াবো গ্রামে। বর্তমানে তারা মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় থাকতেন। নুর ইসলাম ও তানজিলা স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। তাদের বাবা রফিকুল ইসলাম দৃষ্টিপ্রতিবন্ধি। তিনি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

তিনি আরও জানান, রাতে তার চাচা রফিকুল ইসলাম দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। মগবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মহাখালী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। জানতে পারি, সাতরাস্তা এলাকায় আসলে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। রিকশা থেকে ছিটকে পরে তিনজন আহত হয়। পরে পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে গেলে বাবা ও মেয়ে মারা যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, বুধবার ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তেজগাঁও সাতরাস্তা এলাকায় বাবা মেয়ে মারা গেছে। অপরটি মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক মারা গেছে।

তিনি আরও জানান, সাতরাস্তা এলাকায় বাবা তার দুই সন্তানকে নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা যোগে যাচ্ছিল। তখন একটি ট্রাক তাদের রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসলে বাবা ও মেয়ে মারা যান। আহত ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

এসআই আরও জানান, মৃত মহাখালী এলাকার ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১
৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর