Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২

কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার অভিযোগ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। এ সময় হামলার শিকার ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে চাঁদাবাজদের ধাওয়া করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে জড়ো হন।

পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম সাংবাদিকদের বলেন, কারওয়ান বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ রয়েছে। এখানে মানববন্ধনে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ দাঁড়িয়েছে। মানববন্ধন চলাকালে একটি পক্ষ এসে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আহতদের থানায় এসে মামলা করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি গ্রুপ কারওয়ান বাজারে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা তুলে আসছিল। না দিলে মারধর ও হুমকি দিয়ে আসছিল। পরে ব্যবসায়ীরা এক হয়ে প্রতিবাদ করে। এতে এক গ্রুপ আরেক গ্রুপের মধ্যে শত্রুতা তৈরি হয়। আজকে ইসলামীয়া শান্তি সমিতির ব্যানারে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেছিল ব্যবসায়ীরা।

কারওয়ান বাজার ইসলামীয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের শান্তিপুর্ণ মানববন্ধনে হামলা করেছে যুবদল নেতা আব্দুর রহমান ও তার লোকজন। তার বিরুদ্ধে ব্যবসায়ীরা বারবার চাঁদাবাজির অভিযোগ করে আসছিল। আমরা এর বিচার চাই। তাকেসহ হামলাকারীদের গ্রেফতার করতে হবে।’

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ বলেন, ‘মানববন্ধন করা ব্যবসায়ীরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। ব্যবসায়ীদের কমিটিসংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সেখানে আরেকটি গ্রুপ হামলা করেছে। আর আবদুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল গণমাধ্যমে একটি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে। এটা তখন ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে হয়েছিল।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর