Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৪

নবগঠিত কমিটির সদস্যরা।

ঢাকা: অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এএএবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে‌ছে। এতে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে  নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাসের উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব প্রকৌশলী আসফিয়া সুলতানা।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জনাব মৌসুমী সরকার রাখী।

বিজ্ঞাপন

১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি- ড. মোহাম্মদ খুরশীদ আলম ও এস এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক- হোসাইন মোহাম্মদ হাই জকী, গবেষণা ও প্রকাশনা সম্পাদক- ড. কে এম এ তারেক, সমাজকল্যাণ ও নেটওয়ার্কিং সম্পাদক- মো. আশিকুর রহমান এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা বৃতি।

এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান ও সজল কান্তি ঘোষ।

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি) অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন বৃত্তির আওতায় সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে প্রত্যাবর্তনকারী সরকারি ও বেসরকারি পেশাজীবীদের একটি সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে জ্ঞান বিনিময়, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ছয় শতাধিক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর