ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা ৫টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাণিজ্যিক ভবনটির ৮তলা ভবনের ছাদের ওপর গোডাউনে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।’