Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ০৯:২১

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আইইউবির শেষ বর্ষের শিক্ষার্থী ইরাম দোয়ন (২৬) এবং ইউআইইউর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিম তপু (২৫)।

আহত অবস্থায় বন্ধুদের সহায়তায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাহসিম তপুকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ইরাম দোয়ন সাড়ে ৫টার দিকে মারা যান।

নিহতদের বন্ধু তাওসিফ জানান, তাদের সবার বাসা সানারপাড় এলাকায়। বৃহস্পতিবার রাতে এক বড় ভাইয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিতে ১০–১২ জন বন্ধু মাতুয়াইল এলাকায় যান। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে কোনাপাড়ায় উলটো দিক থেকে আসা সিটি করপোরেশনের ময়লা বহনকারী গাড়ি ইরাম ও তাহসিমের মোটরসাইকেলে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ইরাম আইইউবির অনার্স শেষ বর্ষ এবং তাহসিম ইউআইইউর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুজনের বাড়িই সানারপাড় এলাকায়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছে। উলটো দিক থেকে আসা ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/এমপি