Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ বিজ্ঞপ্তি

রাশেদ রাফি
৫ জুন ২০২৪ ১৫:০৫

প্রকল্প -এক

দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে ১০০জন অদৃশ্য দেবদূত নিয়োগ দেয়া হবে;
যারা হবেন অপার্থিব শুভশক্তিতে ভরপুর;
যাদের আয়ত্তে থাকবেনা কোনো অশুভ শক্তি ও ক্ষমতা;
যারা কাজ করবেন পৃথিবীর মানুষদের মধ্যে আনতে সমতা।

প্রকল্পের নাম হবে পৃথিবীব্যাপী শান্তিকামী রাষ্ট্রনায়ক ও সফল কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা প্রকল্প;
প্রকল্পের মেয়াদ হবে তিন হাজার বছর পর্যন্ত।

প্রথম কর্মস্থল হবে ফিলিস্তিনসহ বর্তমান পৃথিবীর সমস্যাপূর্ণ দেশগুলোকে আঁকড়ে ধরে থাকা সকল গন্ডদাম্ভিক ও কম্বুঝদার রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদের মস্তিষ্ক; সেইসাথে আগামী তিন হাজার বছরের মধ্যে পৃথিবীর সকল দেশের জন্য সম্ভাব্য সকল গন্ডদাম্ভিক ও কম্বুঝদার রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদের মস্তিষ্ক;

প্রথম কাজ হবে ঐসব মস্তিষ্ক থেকে স্বার্থান্বেষী ভূ-রাজনীতি, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিষ, শ্রেনী দ্বন্দ্বের রোষ, ধূর্ততা, প্রতিহিংসা, গন্ডদাম্ভিকতা, ক্রোধ, যুদ্ধ ও সহিংসতা, মানুষ হত্যা ও ক্ষমতার প্রতি তীব্র লোভ এইসব অশুভ কোষ বের করে দেয়া;
অত:পর ধুয়ে মুছে পরিষ্কার করে ঐসব মস্তিষ্কে ত্যাগ, ধৈর্য, সততা ও উদারতার চাষবাস শুরু করে দেয়া;
যাতে করে অতিসত্বর ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, ইরাকসহ পৃথিবীর সকল দেশে স্বাধীনতার শান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়; দেবদূতগণ আগামী তিন হাজার বছর পর্যন্ত তা বলবৎ রাখার জন্য কাজ করে যাবেন।

দ্বিতীয় কর্মস্থল হবে পৃথিবীর বিভিন্ন দেশের বর্তমান ও আগামী তিন হাজার বছর পর্যন্ত সম্ভাব্য সকল দাগী অপরাধীদের মস্তিষ্ক ;
দ্বিতীয় কাজ হবে অন্ধকারাচ্ছন্নতা ও বিভিন্ন অপরাধের নকশায় ভরা ঐসব মস্তিষ্ক থেকে ধ্বংসাত্মক ক্রোধ, আক্রমনাত্মক ও পাশবিক কাম, নেতিবাচক লোভ, ধ্বংসাত্মক হিংসা, ঠকবাজি ও দুর্নীতি এবং আভিজাত্য ও বড়ত্বের নেতিবাচক অহংকার বের করে দেয়া ;

বিজ্ঞাপন

অত:পর ধুয়ে মুছে পরিষ্কার করে ঐসব মস্তিষ্কে ত্যাগ, ধৈর্য, সততা ও উদারতার চাষবাস শুরু করে দেয়া;
যাতে করে পৃথিবীর সকল দেশের সকল অপরাধীদের মস্তিষ্কের দোষের জায়গাগুলোতে সকল মানবিকগুণ স্থলাভিষিক্ত হয়; যা তাদেরকে মানুষ ও সমাজের কল্যানকাজে আনন্দ ও প্রশান্তি এনে দিবে;
দেবদূতগণ আগামী তিন হাজার বছর পর্যন্ত সারা পৃথিবীর সম্ভাব্য সকল অপরাধীদের মস্তিষ্কে সদর্পে প্রবেশ করে এ কর্মসূচী যথারীতি পালন করে যাবেন।

বেতন ও সুযোগ-সুবিধা –সর্বসাকুল্যে যা হয় তা দৈবিক উপাপরিশোধ করা হবে

প্রকল্প- দুই

দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে সমগ্র পৃথিবী থেকে একশো জন শীর্ষ ধনী ও একশো জন সু-ও-স্ব-শিক্ষিত শিক্ষক নিয়োগ দেয়া হবে;
যেসব ধনীরা নিজের যশ, খ্যাতি ও আরামের জন্য নয় অন্যের ভালোর জন্য অর্থোপার্জন করবেন;
যেসব শিক্ষকেরা নিজের জন্য নয় বরং সারা পৃথিবীর সকল ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্রের অন্তরে ও অন্দরে আলো জ্বালানোর দায়িত্বে অতন্দ্র প্রহরীর মতো সদা গতিশীল ও ব্যস্ত থাকবেন;
যেসব ধনী ও জ্ঞানী ব্যক্তিরা হবেন একাধারে ত্যাগী, ধৈর্যশালী, সৎ ও উদার;

এইসব ধনী ও জ্ঞানী ব্যক্তিরা চল্লিশ বছর ধরে পৃথিবী ব্যাপীয়া সেবা দান করতে থাকবেন;
অত:পর ঠিক তাঁদেরই মতো লোকেরা তাঁদের স্থলাভিষিক্ত হবেন ;
এইভাবে তিন হাজার বছর ধরে এই প্রকল্পের ধারাবাহিকতা বজায় থাকবে।

কর্মসূচি – শিক্ষকদের দ্বারা নির্ধারিত কর্মসূচী অনুযায়ী ধনীগণ অর্থ বরাদ্দ করবেন। এরপর সমন্বিত উদ্যোগে উভয়পক্ষ কর্মসূচি বাস্তবায়ন করবেন।
এই যেমন, শিক্ষকদের পরামর্শ অনুযায়ী শীর্ষ ধনীদের প্রথম কাজ হবে- পৃথিবীর সকল দরিদ্র দেশের সকল স্তর থেকে সর্বপ্রকার দারিদ্র্য চিরতরে তাড়িয়ে দেয়া;
প্রধান কাজ হবে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাপ্নিক ব্যাক্তিদের খুঁজে বের করা;
ঐসব স্বাপ্নিকগণ যারা পৃথিবীর মানুষদের জীবনকে আরও সুন্দর, আরও আনন্দময় ও আরও যথার্থ করার জন্য নানান প্রকল্প হাতে নিয়ে বসে আছেন, কিন্তু অর্থাভাবে তা বাস্তবায়ন করতে পারছেন না। ধনীগণ শিক্ষকদের পরামর্শানুযায়ী ওঁদের জন্য অর্থ বরাদ্দ করবেন।

বিজ্ঞাপন

মোটাদাগে তাদের সমন্বিত কর্মসূচীর টার্গেট হবে – পৃথিবীর সকল দেশের সকল সমাজের মধ্য থেকে সকল প্রকার দারিদ্র্য, আর্থসামাজিক শ্লেষ ও শ্রেনীভেদ, অশিক্ষা, অনিয়ম,অপরাধ, অঘটন, অনিশ্চয়তা ও সামাজিক সমস্যা দূর করা;
সেইসাথে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা;
সর্বোপরি পৃথিবীর প্রতিটি মানুষের চৈন্তিক বিকাশ ও চৈত্তিক চাহিদা পূরণ করা।।

বেতন ও সুযোগ সুবিধা- নূন্যতম; যা এইসব ধনী ও জ্ঞানীদের জীবনধারণ ও বুদ্ধিবৃত্তিক চাহিদা পূরণে যথেষ্ট হবে।
বিঃদ্রঃ যোগ্যতা ও শর্তের সহিত মিল থাকিলে পৃথিবীর বাহিরে ও ভিতরে অবস্থানরত যে কেউ এই প্রকল্প দুটির উল্লিখিত পদসমূহের যেকোনোটিতে আবেদন করিতে পারিবেন।

সারাবাংলা/এসবিডিই

কবিতা নিয়োগ বিজ্ঞপ্তি রাশেদ রাফি সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর