অ্যানাটমি
১৪ এপ্রিল ২০২৪ ১৭:০৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৭:৫০
১২ মাস অনেক সময় বটে
১২ সেকেন্ডও কম নয়
সামান্য কিংবা বৃহৎ বলে নেই কিছু
জীবন সবখানেই জীবন, মানুষ জীবন।
শত প্রাপ্তির ভিড়েও হতাশ হইনি তা নয়
তবে ঝুরঝুর করে ভেঙে পরিনি কখনও
সামান্য আনন্দে হাসতে ভুলে যাইনি, এটাইবা কম কি!
ভেতরে-বাইরে, নিজের-অন্যের
চারপাশের এত এত অ্যানাটমির ভিড়ে
আমিতো কেবল একটা জীবন চেয়েছি, মানুষ জীবন।
সারাবাংলা/এসবিডিই
অ্যানাটমি ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা কবিতা বৈশাখী আয়োজন ১৪৩১ সুরাইয়া ইসলাম