একান্ত এগুলো
১৩ এপ্রিল ২০২৪ ১৬:৩৫
কিছু অনুভূতি একদম নিজের হয়
হোক সে ক্ষোভ, কষ্ট, আনন্দ কিংবা ভালবাসা
কিছু অনুভূতি কখনওই প্রকাশ করতে নেই
এগুলো একান্ত।
কাউকে জানাতে নেই সেই তীব্রতার কথা
সেই মুহূর্তের বেদনা কিংবা উচ্ছ্বাসের যে সৌন্দর্য— তার কথা
এগুলোকে যত্ন করে রেখে দিতে হয়
মনের ছোট্ট খোপে।
হয়ে উঠতে হয় নীরব, নিষ্প্রভ।
কখনও কখনও আবার ভীষণ নির্লিপ্ত।
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা একান্ত এগুলো কবিতা বৈশাখী আয়োজন ১৪৩১ শাশ্বতী মাথিন