Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একান্ত এগুলো


১৩ এপ্রিল ২০২৪ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু অনুভূতি একদম নিজের হয়
হোক সে ক্ষোভ, কষ্ট, আনন্দ কিংবা ভালবাসা
কিছু অনুভূতি কখনওই প্রকাশ করতে নেই
এগুলো একান্ত।

কাউকে জানাতে নেই সেই তীব্রতার কথা
সেই মুহূর্তের বেদনা কিংবা উচ্ছ্বাসের যে সৌন্দর্য— তার কথা
এগুলোকে যত্ন করে রেখে দিতে হয়
মনের ছোট্ট খোপে।
হয়ে উঠতে হয় নীরব, নিষ্প্রভ।
কখনও কখনও আবার ভীষণ নির্লিপ্ত।

সারাবাংলা/এসবিডিই