এতো অল্প বৃষ্টি
১৩ এপ্রিল ২০২৪ ১৬:১৯
এতো অল্প বৃষ্টি
কালো মেঘপুঞ্জ কী দৌড়ে পালালো?
মৃদু বজ্র আর বিদ্যুৎ চমকালো
আমি ছুটে আসলাম ঝুলবারান্দায়
ট্রাফিক সিগন্যাল মোড়ে দেখলাম
ক্লান্তিরা দীর্ঘশ্বাসে ছুটে চলেছে আঁকাবাঁকা
তাদের তৈলাক্ত ঘাম, অশ্রুর নির্যাস
গড়িয়ে পড়ছে হাতের তালুতে।
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর ২০২৪ বিশেষ সংখ্যা এতো অল্প বৃষ্টি কবিতা বৈশাখী আয়োজন ১৪৩১ মাশরুরা লাকী