Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনটি কবিতা


১০ এপ্রিল ২০২৪ ১৭:১৪

নদী

নদীর মতো জীবন
গাছের মধ্যে বাসা
বহুদূরে ফ্লাটবাড়ি আর মিথ্যে ভালবাসা।

 

অপেক্ষা

দরজার ওপারে অন্ধকার,
ফিরতি পথে এত ক্লান্তি কেন?
এক জীবন চাতকের মতো চেয়ে আছে একটি সংসারী হাতপাখা।

 

শিল্পী

শিল্পী কি শুধুই ছবি আঁকে
সেও তো শিল্পী অহরহ যে মিথ্যে জীবন লেখে
এ মিথ্যের দায় যে নেবে
সেই হবে আমাদের আগামীর উত্তরসূরী…

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর ২০২৪ কবিতা তিনটি কবিতা রুবাইয়া জুঁই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর