Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনের চন্দ্রধর্ম


১০ এপ্রিল ২০২৪ ১৩:১১

গল্প ও গজল বুকে নিয়ে ঘুমিয়ে আছে আমলকি নগর
বৃষ্টি নির্মাণ করছে যে ত্রিভূজ- ঠিক তার বিপরীতে
জ্বলছে কয়েকটি ছবি, ছিপির ভেতরে বন্দী
আগ্নেয়গিরি নির্ধারণ করছে মানুষের ভাগ্য,
একজোড়া চিতাবাঘ, উদ্যানে এসে সেরে নিচ্ছে চন্দ্রধ্যান।

যারা ভুলে গেছে মানবিক ধর্মের গুণাগুণ-
তারা গ্রহন করতে চাইছে বাঘের হিংস্রতা,
‘এখানে বেদনা নিরাময় করা হয়’- সাইনবোর্ড
ঝুলিয়ে বসে আছে ভণ্ড কবিরাজ
অকাল বিধবারা তাকেই, দেখাচ্ছে তাদের ভাগ্যরেখা।

বিজ্ঞাপন

বিশ্ব মূলত একটি অসম যুদ্ধের ময়দান…
বলতে বলতে একজন ঋষি, পেরিয়ে যাচ্ছেন
যোগিনীনগর। খুনের ঢেউ দেখে হাসছে
ধর্মাবতার এক সম্রাটের ছায়া।

সারাবাংলা/এসবিডিই

আগুনের চন্দ্রধর্ম ঈদুল ফিতর ২০২৪ কবিতা ফকির ইলিয়াস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর