Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিক পুরুষ


৮ এপ্রিল ২০২৪ ১৮:২১

ভালবাসা চোখে থাকে, ঠোঁটে থাকে
ভালবাসা মিশে থাকে হাসিতে
বুকের গভীরে কান পাতো
ভালবাসা খুঁজে পাবে হয়তো
ভালবাসা বুঝে নিতে হয় চাহনিতে
ভালবাসি, ভালবাসি
বলে যাই অহর্নিশি
নিঃশ্বাসে নিঃশ্বাসে
ভালবাসা মিশে আছে আমাদের বিশ্বাসে
প্রকৃত ভালবাসায় সন্দেহ থাকে না
ভালবেসে কখনও কষ্টে ডুবিও না
ভালবাসো, শুধু ভালবাসো
ভালবেসে কাছে আসো
খুঁজে পাবে জীবনের সুর
খুঁজে পাবে আপনমানুষ
সারাটাজীবন…
ভালবেসে বুকে ধরে রাখো
ও আমার প্রেমিকপুরুষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর ২০২৪ কবিতা কাজী তামান্না প্রেমিক পুরুষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর