Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় স্নিগ্ধা বাউলের দুই কাব্যগ্রন্থ

সাহিত্য ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৭

বইমেলায় এসেছে এ সময়ের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ কবি স্নিগ্ধা বাউলে দুটি কবিতাগ্রন্থ, সময় প্রকাশন (প্যাভিলিয়ন ৩০) থেকে ‘সভ্যতা এক আশ্চর্য খোঁয়াড়ি হাঁস’ এবং আগামী প্রকাশনী (প্যাভিলিয়ন ২৩) থেকে ‘দ্বিখণ্ডিত পদাবলি’। স্নিগ্ধা এ সময়ের আলোচিত কবি। শিল্পবোধ ও সচেতন পাঠকের কাছে সমাদৃত কবি স্নিগ্ধা বাউলের কবিতা।

স্নিগ্ধা বাউল এর জন্ম নরসিংদী জেলায়। বাউল তার পারিবারিক পদবি। জন্মসূত্রেই পেয়েছেন সুর আর অসাম্প্রদায়িক চেতনা। বাড়িতেই বৈঠকী গান, কর্তাল আর ঢোলের আবহ তার শৈশবকে করেছে রঙিন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছোটোবেলা থেকেই সাহিত্য তার অনুরাগের বিষয়। পড়তে ভালোবাসেন লিখতে ভালোবাসেন। পেশাগত জীবনে স্নিগ্ধা বাউল মূলত শিক্ষক। তবে বর্তমানে প্রেষণে কাজ করছেন। কবিতাই তার আরাধ্য। তবে লিখছেন অনবদ্য জীবনশিল্প গদ্যও। তিনটি মৌলিক কবিতাগ্রন্হ প্রকাশিত হয়েছে স্নিগ্ধা বাউলের। ২০১৭ সালে প্রথম প্রকাশ ঘটে ‘রাঙতা কাগজ’ গ্রন্থের। ২০১৮ সালে ‘শীতের পুরাণ চাদর’ এবং ২০২২ সালে ‘মনোলগ জলজ ফুল’ প্রকাশিত হয় এবং পাঠকদের মধ্যে দারুণ সাড়া জায়ায়। এছাড়াও অভিযান পাবলিশার্স প্রকাশ করেছে স্নিগ্ধার সিরিজ কবিতা ‘জখমি ফুলার ঘ্রাণ’ এবং ‘জখমি ফুলের ঘ্রাণ নগরের রাতে’। উক্ত সিরিজ গ্রন্থ দুটি মূলত তার সিগনেচার গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। সমকালীন বাংলা কবিতায় স্নিগ্ধা বাউল গুরুত্বপূর্ণ কবি। কবিতায় তিনি ভাষা ভাঙছেন, গড়েছেন নিজস্ব আবহ। কবিতার জন্য তিনি ‘মাহবুবুল হক সাহিত্য পুরস্কার’ লাভ করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

বই বইমেলায় স্নিগ্ধা বাউলের দুই কাব্যগ্রন্থ সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর