Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ডিসেম্বরে

স্নিগ্ধা বাউল
১৬ ডিসেম্বর ২০২৩ ১২:১৫

বিনিদ্র ডিসেম্বর নেমে আসে
রাজহাঁসের ওম হয়ে

কোডাইকেনেলের পাহাড়ি রাস্তায়
অথবা মেলান্দহের পুকুর বরাবর
যেখানেই রাতের চোখ জুড়ে সাদা
কুসুমের মেঘ, প্রতীকী ঢেউয়ের ভাঁজে
বেসামাল হয় রঙিন তুরস্কের কার্পেট;

নেমে এলে শহরের দিকে
ভেজা পায়ের শব্দ
দূরত্ব সরে যায় হুঁইসেলের সাথে কান্না!

দেশ ভালোবেসে ফিরে আসে স্বপ্ন
আঙিনায় যারা সকালে রোদ পোহায়!

সারাবাংলা/এসবিডিই

এই ডিসেম্বরে কবিতা সাহিত্য স্নিগ্ধা বাউল