Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৌরবের বিজয়

প্রিতময় সেন
১৫ ডিসেম্বর ২০২৩ ২০:১১

দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছে
গেয়েছে দেশের গান,
দেশের জন্য ঝরে গেল শেষে
লাখো বাঙালির প্রাণ।

অত্যাচারীর অত্যাচারে যায়নি দমে ওরা,
ওদের জন্য পেয়েছি মোরা
স্বাধীন দেশের পতাকা।

তবে তো ওরা দেশ বাঁচাতে পায়নি মোটেও ভয়,
সাহস নিয়ে যুদ্ধ করে
ভয়কে করে নেয় জয়।

অত্যাচারীর অত্যাচারে যায়নি দমে ওরা,
ওদের জন্য রইলো মোদের
হাজার ফুলের তোড়া।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো