Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গা পূজার ‘মহিষাসুরমর্দ্দিনী’ ও আকাশবাণীর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

লুৎফর রহমান রিটন
২০ অক্টোবর ২০২৩ ১৭:৪২

প্রিয় ঢাকা দুর্গা পূজার ঢাকের শব্দে ছন্দমুখর থাকার কথা এই সময়টায়,
যখন আমি বাংলাদেশের মানচিত্রের অপর প্রান্তে, দিবস-রাতে,
দূর কানাডার অটোয়াতে।

ছেলেবেলার পূজার স্মৃতি ঢাকের বাদ্যি,
ধুনচি ধোঁয়ায় আরতি নাচ, রঙিন পোশাক,
আলোর ঝালর, আতশবাজি।
ফুলকো লুচি-সব্জি ভাজি-
সন্দেশ আর হলুদ বরণ লাড্ডু-নাড়ু,
দুর্গা দেবীর দশখানা হাত, এক হাতে তার তীক্ষ্ণ ত্রিশূল,
পায়ের তলায় অশুর কাঁপে।
শঙ্খ বাজে আকুল সুরে।
দুর্গা থাকেন ওয়ারিতে, লক্ষ্ণীবাজার, সূত্রাপুরে,
ঢাকেশ্বরী মন্দিরে আর উত্তরাতে বসুন্ধরায়।
মহালয়ার ঢাকের শব্দ কেমন পুজোর গন্ধ ছড়ায়।

বিজ্ঞাপন

দুর্গা থাকেন কলকাতাতে। হিউস্টনেও দুর্গা আছেন।
চণ্ডিপাঠে বীরেন ভদ্র, দুর্গা হাসেন দুর্গা নাচেন।
দুর্গা থাকেন আমার শহর প্রিয় শহর অটোয়াতে।

দুর্গা থাকেন মিশিগানে। দুর্গা থাকেন টরন্টোতে।
নিবাস তাহার দুর্গাবাড়ি। আমার সঙ্গে তাই দেখা হয় প্রতিবারই দুর্গা সনে।
সন্ধ্যা সাঁঝে শঙ্খ বাজে ঢাকের বাদ্যি স্মৃতির কোণে।

দূর প্রবাসের দুর্গা বাড়িও অনেকটা ঠিক ঢাকার মতোই,
অথবা কলকাতার মতো।
সিঁদুর পরা বর্ণালি সব শাড়ির বাহার, ফর্সা কালো শ্যামল নারীর হাসির ঝিলিক, অবিরত।

চিত্রা হরিণ কিশোরীদের বিনুনি আর ওড়না-কামিজ, প্রাজ্ঞ প্রবীন বয়স্করাও হাস্যমুখর, সমবেত।

পুরোহিতের মন্ত্র সাথে ঢাকের বাদ্যি ঢ্যাম কুড়কুড়।
ধুপের ঘ্রাণে পরান আকুল। ধুনচি ধোঁয়ায় পুজোর গন্ধ ধ্বনিত হয় তীব্র ঢোলক।
‘মহিষাসুরমর্দ্দিনী’তে আকাশবাণীর বীরেন ভদ্র– সব ছাপিয়ে আমার কানে হিরণ্ময় সে মন্ত্রশোলক–

“…যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা……নমোস্তস্যৈ নমোস্তস্যৈ নমোস্তস্যৈ নমো নমো…।
যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা .
যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা .
যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা .
যা দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা .
যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা …নমোস্তস্যৈ নমোস্তস্যৈ নমোস্তস্যৈ নমো নমো…।”

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

দুর্গা পূজার ‘মহিষাসুরমর্দ্দিনী’ ও আকাশবাণীর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র লুৎফর রহমান রিটন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর