রহমান হেনরীর দুটি কবিতা
রহমান হেনরী
২০ অক্টোবর ২০২৩ ১৭:২৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৯:২৭
২০ অক্টোবর ২০২৩ ১৭:২৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৯:২৭
তারা বাইন
আনন্দিত
চোখের আকৃতি ছাপ
পেয়ে গেছে লেজের নিকটে
এইসব নকশার সুখ-বিড়ম্বনা
বনের ময়ূর কিছু জানে
তবু সে মেঘের দিনে নেচে ওঠে
ময়ূরীকে নৈকট্যে টানে
সুস্বাদু শীতকালে
তারা বাইন
বড়শি খাচ্ছে না বটে
জালে উঠে, চলে যাচ্ছে রাঁধুনির জ্বালে।
সমুদ্রবন্দরে বসে
সমুদ্রবন্দরে বসে গাঢ় কানে শুনি:
সন্নিকট, ওগো আর্তধ্বনি,
লোহালক্কড়ের শব্দে চাপা খাচ্ছে
মিষ্টিতম জোয়ারের সকল সিম্ফনী!
আমার ভাবনারা বড় আহ্লাদি—
আলোর ভেতরে জাগে, আঁধারের ঘনিষ্ঠ সোহাগে;
এইখানে বসে তবু— আমার যে অযথাই
—তার কথা ভাবতে ভালো লাগে!
সারাবাংলা/এজেডএস