Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিসর্গের খুন

অসীম সাহা
২০ অক্টোবর ২০২৩ ১৭:০১

এই প্রকৃতি একদিন আমাদের গ্রাস করবে
জিরাফের মতো গ্রীবা বড়িয়ে অকস্মাৎ,
কাঁঠালিচাপার বন, এই জ্যোৎস্নারাত
অমলিন নিসর্গের শোভা হানাদার দস্যুর মতো
ভয়ঙ্করভাবে ছুটে আসবে
আমাদের দিকে, অবরোধ করবে ঘরবাড়ি, শস্যের গোলা
খাদ্যভান্ডার লুট করে নিয়ে যাবে আমাদের মুখের গ্রাস
ভেঙে ফেলবে যাতায়াতযোগ্য স্থলপথ,
এই শান্ত চুপচাপ জলরাশি একদিন ধেয়ে আসবে আমাদের দিকে
নিশিডাকাতের মতো ডাক ছেড়ে হামলা করবে
চারদিক থেকে ঘিরে হত্যা করবে আমাদের,
কেড়ে নেবে নগরকোটালের হাতের বাঁশি, বর্ম,
মাথার টুপি, শাদা পোশাক
সরল চাষার লণ্ডভণ্ড করবে খামার, শস্যক্ষেত
নিশিরাতে গোয়াল থেকে খেদিয়ে নেবে গরুর পাল
কালো খোঁয়াড়ে
বন্দী করবে একে একে,
লুটপাট করবে স্থানীয় মুদির দোকান, সারাগ্রাম
কাঠমিন্ত্রির সাজসরঞ্জাম তছনঝ করবে,
জলের স্বেচ্ছাচার ছিনিয়ে নেবে গৃহবাসী ভালোবাসা
গোঁয়ার ট্রাকচালকদের মতো নিসর্গ আমাদের
একদিন ফেলে দেবে গভীর খাদে
যেখানে ধসে পড়বে আমাদের এই দিনরাত্রি
শক্ত প্রাচীর, বড়ো বড়ো অট্টপালিকা
মহেঞ্জোদাড়োর মতো ধ্বংস হবে আমাদের নগরসভ্যতা
শাদা হাসপাতাল, পৌরসভা,
পার্ক ও খেলার মাঠ
বাঁধ ও সেতু ভেঙে আমাদের ভসিয়ে নেবে দুর্ধর্ষ প্লাবন,
আকাশ আমাদের বিরুদ্ধে একদিন ষড়যন্ত্র করবে
এই কাঁঠালিচাঁপার বন, জ্যোৎস্নারাত, পাখিডাকা নিসর্গ
সমুদ্রের বেলাভূমি সবাই,
এই আক্রমণকারী প্রকৃতির হাতে
একে একে ধ্বংস হবো আমরা
শিশু, বৃদ্ধ, যুবা
নিসর্গের প্লানে ভাসবো অন্তহীন লাশ!

বিজ্ঞাপন

ভুল

কিছুটা হয়েছে ভুল- তাই বুঝি সরে গেছো দূরে?
কতোটা তৃষ্ণা ছিলো আমার এই বুকের ভিতরে
পরিমাপ করনি কখনও,
শুধু গান গেয়েছিলে ভাঙনের সুরে।
অনিঃশেষ কষ্ট তাই রয়ে গেছে জীবনের প্রতি স্তরে স্তরে।
তাকে যদি কোনওদিন তিলে তিলে গোনো
নিশ্চিত জানি আমি, তোমার হৃদয় হবে শুধু নিষ্প্রদীপ
কপালের মাঝখানে পরে আছো যে রঙিন টিপ
সেটাই অগ্নি হয়ে জ্বালাবে তোমাকে
তুমি পুড়ে ছাই হবে, ভস্ম তার উড়বে বাতাসে;
তোমার পোড়ার ঘ্রাণ লাগবে এ নাকে
তাই বুঝি স্মৃতিগুলো ছাই হয়ে উড়ে চলে আসে?
নিজেকে পুড়িয়ে তুমি, প্রতিদিন আসলে তো পোড়াও আমাকে
তোমার স্মৃতির ধূলি উড়ে যায়-
স্মৃতিটাই এ হৃদয়ে শুধু জেগে থাকে।

সারাবাংলা/এজেডএস

অসীম সাহা নিসর্গের খুন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর