টুঙ্গিপাড়ার ছোট্ট বাবুই
রশীদ এনাম
১৮ অক্টোবর ২০২৩ ১২:৪৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৯:৪৭
১৮ অক্টোবর ২০২৩ ১২:৪৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৯:৪৭
টুঙ্গি পাড়ার গাছের ডালে বাবুই পাখির বাসা দোলে
শত শত পাখির গানে, শেখ রাসেলের কথা বলে।
গাইছে ময়না-টিয়া-বুলবুল, খেলছে উঠোনে পায়রা দল
ছোটো শিশুটি রোজ খেলত বেটমিন্টন আর ফুটবল।
আদুরে শিশুটি মাঝে মাঝে ছুটত কবুতরের পিছু
নিজের হাতে বিহঙ্গদের খাওয়াত কতো কিছু।
মায়ের গলা জড়িয়ে সেই শিশুটি খিল খিলিয়ে হাসে
বাতাসে বত্রিশ নম্বরের সে আওয়াজ ভেসে আসে।
হঠাৎ করে হায়েনাদের পড়লো থাবা এসে
ছিন্ন-ভিন্ন নিথর দেহ পড়লো মেঝে মিশে।
বাদ পড়েনি ছোট্ট রাসেল নির্মমতা থেকে
চমকে উটে যখন দেখি রক্ত মিছিল চোখে।
নিরন্তর ভালোবাসা আজকের এই দিনে
বেহেস্তের বাগিচার ফুটে থেকো তোমার জন্মদিনে।
সারাবাংলা/এসবিডিই