শ্রাবণে হবে দেখা
দীপঙ্কর শীল
৬ মে ২০২৩ ১৮:০৯ | আপডেট: ৭ মে ২০২৩ ১৫:৩৪
৬ মে ২০২৩ ১৮:০৯ | আপডেট: ৭ মে ২০২৩ ১৫:৩৪
তোমার কি মনে আছে
পৌষে বলেছিলে শ্রাবণে হবে দেখা,
এসেই তো গেল, তবে কি আসবে
নাকি শুধু স্বপনে আরো অপেক্ষা।
তোমার কি মনে আছে
বলেছিলে ছোঁয়া লগ্নে বৃষ্টি ঝরবে,
অবিরাম স্নাত হবো দু’জনায়
আকাশের মতো ভালোবাসবে।
তোমার কি মনে আছে
প্রেমের আবরণে বিষাদ লুকাবে,
আঁখি কাজলে মৌণ পরশে
কেশের বেণীতে যতনে রাখবে।
তোমার কি মনে আছে
উত্তাপ ছড়ানো আবেগী ক্ষণ,
জলের আহবানে নিশ্চুপ নিরালায়
বাসনায় প্রস্ফুটিত কোমল শিহরণ।
তোমার কি মনে আছে
চাঁদের আলোয় নীল অনুভূতি মেখে,
শুধু আমার হতে চেয়েছিলে,
তুমি ছাড়া অর্থহীন জীবন
মিথ্যে এই ধরিত্রী,
আরো কত কি বলেছিলে ভালোবেসে।
তোমার কি মনে আছে
জোনাকির মতো খুঁজতে আমায়,
ঘোর নেশায় নীল আঁধারে
হৃদয় উদগ্রীব হতো ক্ষণে ক্ষণে
আচ্ছা, ঝড়ো বৃষ্টিতে এখনো কি মনে পড়ে তোমায়?
সারাবাংলা/এজেডএস