Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মান্তর


২৫ এপ্রিল ২০২৩ ১৭:২৯

একটা হাঁস ডুব দিল
এবং ভেসে উঠলো

আসলে যেটা ডুবলো
সেটা নয়, ভেসে উঠলো
ওর যমজ বোন

আগের হাঁস পাতালে
তলিয়েছে
শক্ত করে ওর পা ধরে
বসে আছে
জলের যাদুকর

ছোট ছোট বুদবুদ দেখে
পুকুর পাড়ে বসে থাকা
একটা কুকুর
এসবের কিছুই বুঝলো না
ছিন্ন পালকের স্মৃতি
মগজ ধরে রাখে নি।

সারাবাংলা/এসবিডিই