পথের পাশের বটগাছ জিজ্ঞেস করে
কবে যাচ্ছো তুমি?
পুকুরের টলমল জল
সেও বলে, কেনো যাচ্ছো তুমি?
বেগুনি শিমের ফুল
ধান দূর্বা ঘাস
তারাও জিজ্ঞেস করে, কই যাচ্ছো তুমি?
ও আমার গাউগেরামের মাটি
আমারে রাখিও মনে, পর হই যদি।
পথের পাশের বটগাছ জিজ্ঞেস করে
কবে যাচ্ছো তুমি?
পুকুরের টলমল জল
সেও বলে, কেনো যাচ্ছো তুমি?
বেগুনি শিমের ফুল
ধান দূর্বা ঘাস
তারাও জিজ্ঞেস করে, কই যাচ্ছো তুমি?
ও আমার গাউগেরামের মাটি
আমারে রাখিও মনে, পর হই যদি।