Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুচ্ছ কবিতা


২৫ এপ্রিল ২০২৩ ১৩:৪৬

তোমাকে

তোমাকে ভুলতে গিয়ে আমি ভুলে যাই নিজেকে,
সময়ের কাছে খুলতে দিয়ে দিই পাঁজরের হাড়।

ভেতর থেকে বের করে আনি নরসুন্দার তীব্রস্রোত,
আত্মার আর্তি; শূন্যে ঝুলে থাকে নিউটনের আপেল।

মৃত্তিকার সন্তান মৃত্যু উপত্যকায় গোধূলির গন্ধ মাখি গায়,
ডুবসাঁতারের ব্যাকরণ ভুলে গিয়ে ভাসতে থাকি।

হ্যাঁমিলনের বাঁশিওয়ালার পিছু নেয় ছায়া সুনিবিড় নীড়,
ঘরহীন গেরস্থের মতো যাযাবর আর্যগণ
উপাস্যদেবকে অসুর সুরে সংগীতের রেওয়াজ শুনিয়ে বাঁচুক।

একদিন দুপুরের দাহ নিয়ে মরে যায় রাতের জোছনাকুমারী,
শ্মশানে ডেকে ওঠে শকুণি সময়।
অশ্বারোহী ডালিমকুমার পথ হারিয়ে চলে যায় মহাকালে মহা আকালে।

যাও ভোর রোদ্দুরে যাও

মাছনদী
মাথার উপর দিয়ে উড়ে যায় মাছরাঙা
উড়ে যায় আকাশ

জালে আটকা পড়ে না মাছ
আটকা পড়ে নদী
মাছের পেঠে বেড়ে উঠে মাছ
আকাশে বেড়ে উঠে রাত

পথ আর পায়ের সম্পর্ক না থাকলে
যাওয়া হয় না রোদ্দুরে
জলমহালে চাষ হয় মাছ
মাছ পায় না নদী
জলে থাকে না জল
জলসিঁড়ি বেয়ে সূর্যমুখি হয় না রাজহাঁস

যাও ভোর রোদ্দুরে যাও
দুয়ারে ডেকে আনো রোদ।

একদিন মেঘ হয়ে যাব

একদিন ঘুম ভেঙে দেখবে আমি নেই
আমি হারিয়ে গেছি তোমাদের পৃথিবী থেকে

একদিন পাখি হয়ে যাব
একদিন নদী হয়ে যাব
একদিন আকাশের ঘুম-ঘুম শুকতারা হয়ে যাব
ঘুম ভেঙে দেখবে আমি নেই
আমি হারিয়ে গেছি তোমাদের পৃথিবী থেকে।

প্রজাপতির ডানায় ছুটতে ছুটতে
আমি ফুল হয়ে যাব একদিন
জোছনার ফেরিওলা হয়ে
বেদনা ছড়িয়ে যাব তোমার জানালায়
বৃষ্টির বেহালা হয়ে
বিষাদের চাষ করব তোমার চোখে
একদিন ঘুম ভেঙে দেখবে আমি নেই
আমি হারিয়ে গেছি তোমাদের পৃথিবী থেকে।

একদিন শিউলিমাড়ানো পথ হব
গভীর মমতায় ফুটে থাকব তোমার পায়ের পাতায়
একদিন পাহাড়ের বুকে ঝর্ণা হয়ে ছড়াব
রোদ্দুরের আঘ্রাণ
একদিন গোধূলির রঙ হয়ে লেপ্টে থাকব
তোমার লাল গালে
ঘুম ভেঙে দেখবে আমি নেই
আমি হারিয়ে গেছি তোমাদের পৃথিবী থেকে

বিজ্ঞাপন

একদিন মেঘ হয়ে যাব
দূরে ঐ আকাশদূরে উড়ে-উড়ে
হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চলে যাব
ফিরব না আর কোনদিন
তোমাদের এই চেনা পৃথিবীতে
একদিন ঘুম ভেঙে দেখবে আমি নেই
আমি হারিয়ে গেছি তোমাদের পৃথিবী থেকে।

সারাবাংলা/এসবিডিই

ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা গুচ্ছ কবিতা জীবন তাপস তন্ময় জীবন তাপস তন্ময়ের 'গুচ্ছ কবিতা' সাহিত্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর