একটা মজার গল্প শোনো
২২ এপ্রিল ২০২৩ ১৭:৪৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১৭:৫১
জানো আব্বু হয়েছে কী?
কাল রাতে এক ছবি একেছি
সেই ছবিতে ছিল একটা পুঁচকে কুমির ছানা
আজ সকালে দেখি ওমা, নাচছে তা ধিন তা না
ঠিক দুপুরে বাসার সবাই ঘুমিয়ে যখন আছে
খাতা থেকে বেরিয়ে সে, দাঁড়িয়ে আমার কাছে!
দেখে আমি ভয়েই জড়সড়
কুমির ছানা হয়েই গেছে বড়
যখন আমি দৌড়ে চলে যাব
বলল, আমায় বন্ধু তুমি ভাবো
জানালো সে হেসে
আমায় নিয়ে যাবে পানির দেশে
সেখানে সব দারুণ রঙিন, হাজার প্রাণের মেলা
সবাই স্বাধীন নিজের মতো, খেলছে হরেক খেলা
রঙ ছড়িয়ে নাচছে তারা, করছে ডাকাডাকি
আমি গেলে ওরা সবাই খুশিই হবে নাকি!
বললাম আমি, ওরে বোকা, সাঁতার তো নেই জানা
পানির দেশে ছোট্ট আমার নামতে আছে মানা
তুমি দেখি হওনি বড়, রয়েই গেছো ছানা
তারচে বরং খেলি এসো, মেলি দুজন ডানা!
বলল কুমির, আমার পিঠে রবে
আমি থাকতে ভয় কি তোমার তবে
পানির নিচে মজা হবে কী যে
গেলেই তুমি বুঝতে পারবে নিজে
ভাবছি যখন মনে মনে, গেলে কেমন হবে
পানির দেশে যাওয়ার এমন সুযোগ পাব কবে?
ঠিক তখনই দরজা খুলে আম্মু এল ঘরে
কুমির ছানা দৌড়ে হল হাওয়া
আমার নাকি হয়নি কিছু খাওয়া
ঘুম ভাঙিয়ে আম্মু আমায় নিয়ে গেল ধরে।
খাওয়া শেষে ঘরে এসে, তাকাই আশেপাশে
ড্রইং খাতা খুলে বলি, এসো কুমির ছানা
খেলব দুজন মেলব ডানা, করবে না কেউ মানা
দেয় না সাড়া পুঁচকে কুমির শুধুই মুচকি হাসে!
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ একটা মজার গল্প শোনো তানজিল রিমন তানজিল রিমনের ছড়া 'একটা মজার গল্প শোনো'