বসন্ত
২০ এপ্রিল ২০২৩ ১৮:১৫
এই বসন্তের দিনে কেন অবগুণ্ঠিত জলের
প্রতিবিম্ব হয়ে আছো? ঋতুমতি চন্দ্রকিরণ
হয়ে যারা দেখেছে কুসুমিত ভোর পাখিরূপ
প্রকৃতির সৌরভ তারাও দোলের দিনে রঙের
বিষন্নতা বুঝে নেয় দ্রুত। লণ্ঠনের আলোয়
ঝরে পড়ে নীলকণ্ঠ সুধা। আজকাল সবকিছুই
দূরবর্তী দ্বীপের জীর্ণ ঘুড়ির মতন নৈর্ব্যক্তিক
এই মধ্যদুপুরে সীমান্ত পেরিয়ে যারা প্রজাপতি
হতে চায় ছুঁতে চায় ইতিহাস, তারা বোঝেনা
চৈত্রের শূন্যতা, বাঁশির পূর্বরাগ আর বিষাদের
জলরং! ক্লেদ ও প্রাণহীন শহরে প্রেম একটা
ঘোড়ারোগ! উৎক্ষিপ্ত ঘাস ফড়িঙের মতন
ওহ্ বসন্ত গোলাপ বনে ঢেলে দাও সীমাহীন
অনুরাগ! স্বপ্নের জাল বুনে বুনে যারা সরোবর
গড়ে তোলে তারা কি নিষাদের ছল বোঝে?
ওহ্ নির্মম মুক্তির আলোয় প্রাণের ভোরে সিক্ত
করে দাও আভূমি জলের রেণু। উৎসব শেষে
কেউ কারো থাকে না, দিশেহারা পথের সাথে
উঠে আসে বিচ্ছিন্নতা, বৃষ্টিসিক্ত আভূমি জল
রঙের অপূর্ণ রূপ তাড়িত সুর পূর্ণিমার জ্যোতি
হয়ে বাজায় আত্মহননের গান আর অনন্ত লয়।
সারাবাংলা/এসবিডিই
ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ কবিতা বসন্ত সাহিত্য সুহিতা সুলতানা সুহিতা সুলতানার কবিতা