Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাগুন মল্লিকের কবিতা ‘চিঠি’


২০ এপ্রিল ২০২৩ ১৪:৫৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৫:০১

মস্তিষ্ক চিরে চলে আলোর রাতনিদ্রা
আমাকে সরলরেখায় টানে গন্তব্য, অমানিশা

দৃশ্যকল্পে প্রেমের নিখুঁত স্বরলিপি
কার সুরে বিবাগী ঘরছাড়া হতে ডাকে?

ছেড়ে এসেছি যে শেষ ছুঁয়ে যাওয়া
সেখানে আমারও নিঃশ্বাসের বন্ধক, অথচ কৈশোরের
প্রেমের চিঠি ভুল ঠিকানায় ছেড়ে
আমিও চলেছি এই আলোর মিথ্যে কক্ষপথে।

এই পথ শেষ হয়, রাত্তিরও আলো হয়

কেবল সে চিঠির ভাঁজ গোছালোই থেকে যায়!

সারাবাংলা/এসবিডিই

ঈদসংখ্যা ২০২৩ কবিতা চিঠি ফাগুন মল্লিক ফাগুন মল্লিকের কবিতা ‘চিঠি’ সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর