Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’

চামেলী বসু
১২ এপ্রিল ২০২৩ ১৮:০২ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২০:২১

এই এক শূণ্যতায় থমকে আছি
বিপন্ন চারপাশ।
অকারণ বন্ধুত্বের মাঠে শত্রুতার বীজ বুনে
ঘরে তুলি নিষ্প্রাণ প্রেম;
নিত্য ভাতের গ্রাসে নজর রাখা চতুর চাতক
সেও আজ জলমগ্ন মেঘে খোঁজে পিপাসার্ত ঠোঁট।

বিদগ্ধ মানুষের চোখে খাঁ খাঁ করে দুপুরের রোদ-
পথ নেই কোনও- গন্তব্যও নেই।
বিলবোর্ডে ঝুলে থাকা জং ধরা নীতিবাক্য দেখে প্রকাশ্যে খুন হয় মন
আয়তকার চোখ ঘিরে জেগে ওঠে লোভের উৎসব।

শূণ্যতার পথ চেয়ে বসে থাকা বিষন্ন সন্ধ্যা
এবার দাও একাকিত্বের দায়মুক্তির ঘোষণা

ফিরে যাই ঘরে
যেখানে সবরে ঝরে অগাধ জোছনা।

 

বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:

অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’

শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’

মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’

মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’

আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা

শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’

হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’

অমিত বণিক-এর দুটি কবিতা

কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’

মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’

রেজা রাজার দুটো কবিতা

মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’

সারাবাংলা/এসবিডিই

কবিতা চামেলী বসু চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’ বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ সাহিত্য

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর