Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’

শৈবাল তালুকদার
১২ এপ্রিল ২০২৩ ১৭:৪২ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২০:২২

অবেলায় উড়ে, উড়ে আসা মেঘ
ছায়া-মায়া দিয়ে জড়াবে ক্ষণ
কে জানতো বলো,
আর বেলাতেই ভেসে যাবে,
রেখে যাবে শুধু দুঃখ মন।

মেঘ চাই, চাই আগ্রাসী ঝড়
আছড়ে পড়ুক, ভাসিয়ে নিক,
তাই থেকে থেকে চেয়ে বসে বসে
ভিজুক আবারও দিকবিদিক।

এই ভেবেছ তো, কী পেলে বলতো
পাওনি কিছুই, বলে দিয়েছিতো –

বহুগামী মেঘ যাও উড়ে যাও
বৃষ্টি ঝরাও
যেথায় খুশী,
শিলান্যাসেই খুঁজে নেব আমি
তৃষ্ণার জল
ভালোবাসাবাসি।

 

বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:

অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’

চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’

মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’

মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’

আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা

শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’

হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’

অমিত বণিক-এর দুটি কবিতা

কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’

মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’

রেজা রাজার দুটো কবিতা

মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’

সারাবাংলা/এসবিডিই

কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ শৈবাল তালুকদার শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’ সাহিত্য

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর