শাশ্বতী মাথিনের কবিতা ‘এগুলো একান্ত’
১১ এপ্রিল ২০২৩ ২১:১৯ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ০৯:৩০
কিছু অনুভূতি একদম নিজের হয়
হোক সে ক্ষোভ, কষ্ট, আনন্দ কিংবা ভালবাসা
কিছু অনুভূতি কখনওই প্রকাশ করতে নেই
এগুলো একান্ত।
কাউকে জানাতে নেই সেই তীব্রতার কথা
সেই মুহূর্তের বেদনা কিংবা উচ্ছ্বাসের যে সৌন্দর্য— তার কথা
এগুলোকে যত্ন করে রেখে দিতে হয়
মনের ছোট্ট খোপে।
হয়ে উঠতে হয় নীরব, নিষ্প্রভ।
কখনও কখনও আবার ভীষণ নির্লিপ্ত।
বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:
অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’
চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’
শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’
মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’
মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’
আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা
হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’
কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’
মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’
মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’
সারাবাংলা/এসবিডিই
একান্ত এগুলো কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ শাশ্বতী মাথিন সাহিত্য