মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’
১১ এপ্রিল ২০২৩ ২০:৪৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২০:২৯
আমার জন্ম এক গ্রামে
তবু আমার কোন গ্রাম নেই!
জন্মেছিলাম যে গ্রামে
আদতে তা ছিল আমার মায়ের;
নাড়িপোঁতা সেই সবুজ ভূখন্ড
ছেলেবেলায় সে ছিল আমার প্রথম প্রেম,
বেড়ে ওঠার সাথে সাথে বুঝেছি
আসলে আমার কোন গ্রাম নেই!
আজন্ম শহুরে আমি-
হাতের রেখায় নগরের অলি-গলি
বুকজুড়ে তবু এলায়িত মেঠোপথ
মাথার ভেতরে খেলা করে
কোকিলের কুহুতান
ধমনিতে পদ্মা-যমুনার গর্জন।
আমার কোনো গ্রাম নেই,
বৈষয়িক এই শহরে বিত্ত-বৈভবের খোঁজে
ছোটে এক দল,
রূপের প্রদীপ ঘিরে পতঙ্গ কেউ কেউ
কেউ বা খ্যাতি-যশের কাঙাল!
ওসবে লোভ নেই
সুজলা-সুফলা-শস্য-শ্যামলা
ছোট্ট একটি গ্রাম চাই-
শহরটাকে পাল্টে দিতে!
বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:
অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’
চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’
শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’
মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’
মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’
আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা
শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’
হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’
কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’
মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’
সারাবাংলা/এসবিডিই
আমার কোনো গ্রাম নেই কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ মোহাম্মদ নাদিম সাহিত্য