Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজা রাজার দুটো কবিতা


১১ এপ্রিল ২০২৩ ২০:২১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২০:৩০

বিচ্যুতির বিলাপ

সাঁতার দেওয়া এ জীবন মুমূর্ষ ঘাটে এসে পাতার মতো কাঁপছে
কেবলই সরে যেতে হয়-
স্রোত ঠেলে সিদ্ধার্থের দরবারে যাওয়া কঠিন নাক বরাবর
তোমার ধ্যানে থাকা মনও
গন্ধম খাওয়া আদমের মতোই সরে যাচ্ছে প্রাত্যহিক দেন দরবারে।

যৌবন উপচানো ঐরাবতের পাল এড়িয়ে
তুমি দেবে বর
এই একান্ত আশার গুঁড়ে বালি এখন,
অথচ তোমার জপ-তপ করি, মালসার আগুনের পোড়া জীবনের উপান্তে
কখন নাজিল হয়, কখন গড়িয়ে পড়ে ভীমরুলের চাকভাঙা মধুর নহর!

বিজ্ঞাপন

তোমার নজরানা ধরার সচেতন এন্টেনাও উপুড় হয়ে পড়ে সাংসারিক ঝড়ে
মাস্তুল ভেঙে পড়ে, ফেটে চৌচির আদিগন্ত নিবিড় নীলিমা
মরুর বালুকা উড়ে, সারি সারি উটের কাফেলা, কষ্টের আগুনে পুড়ে খাক পল্লব।

পাট গাছ

ছোট্ট কালো বিচি থেকে আমার জন্ম
আলো বাতাস পেয়ে তরতরিয়ে বড় হয়ে উঠেছি
সবুজ পাতায় রেললাইন করে দিয়েছি বাতাসের
কদিন পরেই আমার মস্তক ভরে যাবে বিচির মালায়।

নিস্তার নেই এতোটুকু-
জল্লাদ কৃষকের কোপাকুপি খেলায় হবো ভূপাতিত
জলের গভীরে পচে গলে হবো চরম শিল্পলোক
অতঃপর নিদারুণ প্রক্ষালণ শেষে-
গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ তকমা এঁটে,
কামাতে বিপুল বৈদেশিক মুদ্রা- ডলার অথবা পাউন্ড
হয়ে উঠবো দড়ি, বস্ত্র, বস্তা ও সস্তা লুঙ্গির দারুণ চমক।

জীবনের চরম মূল্য দিয়ে ফিরে আসবো আবারও
সকলের মতো, চিরকালের মৃত্তিকা জঠরে।

 

বৈশাখী আয়োজনের আরও কবিতা পড়তে:

অচিন্ত্য চয়নের কবিতা ‘জলঠোঁটে আরোপিত হাসি’

চামেলী বসুর কবিতা ‘অগাধ শূণ্যতায় ডুবে যাবার আগে’

শৈবাল তালুকদারের কবিতা ‘তৃষ্ণা’

মনিরুজ্জামান মিন্টুর কবিতা ‘জন্মদিন’

মাশরুরা লাকীর কবিতা ‘এতো অল্প বৃষ্টি’

আব্দুল্লাহ আল মুক্তাদির-এর গুচ্ছ কবিতা

বিজ্ঞাপন

শাশ্বতী মাথিনের কবিতা ‘একান্ত এগুলো’

হাবিব ইবনে জাহানের কবিতা ‘সাতরঙা ভালবাসা’

অমিত বণিক-এর দুটি কবিতা

কুশল ভৌমিকের কবিতা ‘একাব্বর সমীপে’

মোহাম্মদ নাদিমের কবিতা ‘আমার কোনো গ্রাম নেই’

মোহসেনা শাওনের কবিতা ‘মুক্তি চাই’

সারাবাংলা/এসবিডিই

কবিতা বৈশাখী আয়োজন বৈশাখী আয়োজন ১৪৩০ রেজা রাজা’র দুটো কবিতা সাহিত্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর