Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় রিক্তা রিচির কবিতার বই ‘আমাকে লিখে রাখো’

ফিচার ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০০

প্রিয় পাঠককে উৎসর্গ করে রিক্তা রিচি লিখেছেন কবিতার একটি বই। নাম ‘আমাকে লিখে রাখো’। অমর একুশে বইমেলায় দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে বইটি। এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য ২৫০ টাকা।

চার ফর্মার এই বইটিতে রয়েছে ৫৩টি কবিতা। রিক্তা রিচির কবিতায় রয়েছে গভীর জীবন দর্শন, আকুতি ও আবেদন। আছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দহনের কথা, সমসাময়িক বাস্তবতা, প্রেম, জীবন-যাপন, বিষাদ ও দ্রোহের কবিতা। বইটিতে বাস্তবতা ও বিভিন্ন অসঙ্গতিকে উপমা, প্রতীক ও ইঙ্গিতের আঁচে সুষ্পষ্ট করে তোলা হয়েছে। মোটকথা সমাজ-বাস্তবতা-ব্যক্তিজীবনের কোমল ও কঠোর বয়ানও রয়েছে।

বিজ্ঞাপন

রিক্তা রিচি ছোট থেকে কবিতা ভালোবাসেন। তার কবিতা নিয়মিত প্রকাশিত হয় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিনগুলোতে। পড়াশুনা শেষ করে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

২০১৬ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই যে চলে যাবার সে যাবেই। ২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় কবিতার বই বাতাসের বাঁশিতে মেঘের নূপুর। ২০২১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার তৃতীয় কবিতার বই রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট।

সারাবাংলা/এসবিডিই

বইমেলা ২০২৩ মেলায় রিক্তা রিচি কবিতার বই ‘আমাকে লিখে রাখো’

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর