বুকে তোদের খুব রোদন
আসাদ জামান
২১ জুন ২০২২ ১৭:২৮ | আপডেট: ২১ জুন ২০২২ ১৭:৫৩
২১ জুন ২০২২ ১৭:২৮ | আপডেট: ২১ জুন ২০২২ ১৭:৫৩
আমার টাকায় আমার সেতু
আনন্দ তো আমারই
তোরা যারা জ্বলিস-পুড়িস
বলছি তোদের সামারি-
একাত্তরে আমরা যখন
অস্ত্র হাতে ময়দানে,
তোরা তখন ‘জিন্দাবাদে’
চালায় তোদের শয়তানে।
পঁচাত্তরে পিতার শোকে
আমরা যখন মুহ্যমান,
তোরা তখন কণ্ঠে নিলি
জিন্দাবাদের ‘বাতিল’ গান।
আমরা যখন শাহাবাগে
বিচার চেয়ে ঐক্যমত,
তোরা তখন ঘাতক রক্ষায়
আনলি ডেকে ‘হেফাজত’!
আমরা যখন প্রহর গুনি
কখন হবে উদ্বোধন,
তোরা তখন জ্বলিস-পুড়িস
বুকে তোদের খুব রোদন।
সারাবাংলা/এএসজি