Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২২-এর বইমেলায় জয়দীপ দে’র দুটি উপন্যাস

সাহিত্য ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৫ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৪২

বইমেলা ২০২২ উপলক্ষে ঔপন্যাসিক জয়দীপ দে’র দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। ইতিহাস আশ্রিত উপন্যাস ‘উদয়ের পথে’ প্রকাশ করেছে কবি প্রকাশনী এবং অপর উপন্যাস ‘ওপারে আঁধার’ করেছে কিংবদন্তী প্রকাশনী।

পাকিস্তান আন্দোলন থেকে ভাষা আন্দোলন সময়কালের ওপর লেখা ‘উদয়ের পথে’ উপন্যাস সম্পর্কে লেখক জানান, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্ধেক পৃথিবী যে বৃটিশরা শাসন করে, তারা দুবেলা পেটভরে খেতে পায় না। যুক্তরাষ্ট্রের দানে-অনুগ্রহে চলে। আটলান্টিক সনদ অনুসারে তারা বাধ্য হয় একে একে তাদের উপনিবেশগুলো ছেড়ে দিতে। সবচেয়ে লাভজনক উপনিবেশ ভারতও এর ব্যতিক্রম হলো না। কিন্তু ভারতবর্ষ ছেড়ে যাওয়ার আগে বৃটিশরা এক ঘৃণ্য খেলার আয়োজন করে যায়। রক্তের খেলা। সাম্প্রদায়িক দাঙ্গা। কলকাতা থেকে শুরু হওয়া দাঙ্গা ছড়িয়ে পড়ে সারা ভারতে। এই রক্তস্নানের মধ্য দিয়ে জন্ম হয় দুটো স্বাধীন রাষ্ট্রের। পূর্ব বাংলার মানুষ পেল একটি স্বতন্ত্র ভূখণ্ড। কিন্তু অল্পদিনের মধ্যে উচ্ছ্বাসের ফানুস নিচে নেমে আসত লাগল। বুঝতে পেল, একটি শৃঙ্খল খুলে আরেকটি শৃঙ্খলে আবদ্ধ হয়েছে তারা। এ এক জাতির আত্ম-উন্মোচনের সময়। ঘোরালাগা সেই আলো-আঁধারি সময়কে নিয়ে লেখা ‘উদয়ের পথে’। ৪৯৬ পৃষ্ঠার উপন্যাসটির মুদ্রিত মূল্য ৬৫০ টাকা।

বিজ্ঞাপন

নব্বই দশকের রাজনীতি প্রেম ও সংকট নিয়ে লেখা উপন্যাস ‘ওপারে আঁধার’র মুদ্রিত মূল্য ২৭০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ১২৮।

মেলায় কবি প্রকাশনীর ৮১ও ৮২ নং স্টলে ‘উদয়ের পথে’ এবং কিংবদন্তী প্রকাশনীর ৭৪ নং স্টলে ‘ওপারে আঁধার’ পাওয়া যাবে।

সারাবাংলা/এএসজি

২০২২-এর বইমেলায় জয়দীপ দে’র দুটি উপন্যাস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর