Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় উদয় হাকিমের নতুন বই


১১ এপ্রিল ২০২১ ১৬:২৩

ঢাকা: বইমেলায় এসেছে লেখক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের ভ্রমণ-বিষয়ক বই ‘দার্জিলিঙে বৃষ্টি, কালিম্পঙে রোদ’। বইটি সম্প্রতি তার ভারতের দার্জিলিং ভ্রমণের ওপর লেখা। সোমবার (৫ এপ্রিল) থেকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের অনিন্দ্য প্রকাশের (প্যাভিলিয়ন-০৫) প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি।

বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটিতে দার্জিলিং এবং কালিম্পং-এর বিভিন্ন দর্শনীয় স্থানের আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন লেখক। ভ্রমণের চমৎকার বর্ণনার সঙ্গে নজরকাড়া ছবি দিয়ে সাজানো হয়েছে ১২৮ পৃষ্ঠার বইটি। দাম পড়ছে ৫০০ টাকা। রকমারি ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে বইটি।

বিজ্ঞাপন

এ পর্যন্ত ৮টি বই লিখেছেন উদয় হাকিম। এর মধ্যে রয়েছে ‘রহস্যময় আদম পাহাড়’, ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’, ‘হেলিচেয়ার’ এবং ‘ভূতের মহাসমাবেশ’। তার লেখা সবগুলো বই পাঠকপ্রিয়তা পেয়েছে।

‘দার্জিলিঙে বৃষ্টি, কালিম্পঙে রোদ’ তার প্রকাশিত সবশেষ বই। এ প্রসঙ্গে উদয় হাকিম বলেন, ‘বইটি কোনো গতানুগতিক ভ্রমণ কাহিনী নয়। এখানে অনেকটা গল্পের মতো করে কাহিনী বর্ণনা করা হয়েছে। পাঠক গল্প এবং ভ্রমণ দুটোই পাবেন এক সঙ্গে। আশা করছি পাঠকদের ভালো লাগবে। নবীন লেখক এবং ভ্রমণপিপাসুদের জন্য বইটি কাজে আসবে’।

উদয় হাকিমের জন্ম টাঙ্গাইলে। মাধ্যমিক সেখানেই। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন লেখক উদয় হাকিম। প্রথম পেশা সাংবাদিকতা। শুরু হয় ১৯৯৯ সালে প্রথম আলোতে কাজ করার মধ্য দিয়ে। এরপর কাজ করেন চ্যানেল আই, দেশের প্রথম ২৪ ঘণ্টা খবরের চ্যানেল সিএসবি নিউজ এবং কালের কণ্ঠে। কর্পোরেট জগতে প্রবেশ করেন ২০১০ সালে। বর্তমানে ওয়ালটন গ্রুপে কাজ করছেন নির্বাহী পরিচালক হিসেবে। উদয় হাকিমের সম্পাদনায় প্রকাশিত হয় নিউজ পোর্টাল ‘রাইজিংবিডিডটকম’। বর্তমানে তিনি ওই সংবাদ মাধ্যমের উপদেষ্টা সম্পাদক।

বিজ্ঞাপন

বইমেলা ২০২১

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর