মেইনস্ট্রিম বাঘ
১৪ জুন ২০২০ ২৩:৪২ | আপডেট: ১৫ জুন ২০২০ ০০:০৯
গুজব নগরীতে
সত্যরা সত্যের সাথে
যুদ্ধ করছে প্রতিষ্ঠার আশায়।
আত্মহত্যা বলে চালিয়ে দেয়া খুনগুলো
জাতীয় পত্রিকার হেডলাইনে
ডানা ঝাপটায়; প্রকাশিত
মিথ্যার বিপরীতে সত্যিকারের গুম-
ক্রসফায়ারের কালো কাক
নির্দেশনা মেনে চলা প্রজাপতি
আর শুঁয়োপোকার মতো
নির্ধারিত শৈশবের গ্রিল চিকেন।
‘গুজব! গুজব!’ ডাকে মেইনস্ট্রিম বাঘ
বিড়ালের সাথে ছুঁচো ভাগাভাগি।
এই বনে নৈরাজ্যের শিয়াল একাই রাজা!
আরও পড়ুন –
সাঈফ ইবনে রফিকের কবিতা, ক্যান্ডেল নাইট ডিনার
কবিতা : ফিলিস্তিনি মোহে মন উড়ে যায় জেরুসালেম
সাঈফ ইবনে রফিকের কবিতা, অন্ধ তোমার হাত কেটে ফেলো
আত্মহত্যা ক্রসফায়ার গুজব নৈরাজ্য বাংলা কবিতা মেইনস্ট্রিম বাঘ সাঈফ ইবনে রফিক