Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পী ফারজানা রহমান ববির ‘মাটির মায়া’


৮ জুলাই ২০১৯ ১৮:৪৮

রাজধানীর শিল্পাঙ্গন গ্যালারিতে চলছে শিল্পী ফারজানা রহমান ববির একক চিত্র প্রদর্শনী। শিল্পীর ভাবনা জুড়ে মানুষ ও প্রকৃতি। সেই ভাবনার প্রতিফলনই ফুটে উঠেছে তার ক্যানভাসে। ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় ‘মাটির মায়া’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন দেশবরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন শিল্পী জাভেদ জলিল। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।

বিজ্ঞাপন

উদ্বোধকের বক্তব্যে শিল্পী মনিরুল ইসলাম বলেন- ‘ববির কাজ অর্গানিক। সাদা-কালোতে এত সুন্দর কাজ এক কথায় অপূর্ব।’
অন্যদিকে প্রদর্শিত শিল্পকর্ম সম্পর্কে জানতে চাইলে শিল্পী ফারজানা রহমান ববি বলেন-‘আমি শহরেই বড় হয়েছি। এই শহরের পরিবেশে যতটুকু দেখতে পাই ঠিক ততটুকই আমার সাবজেক্টে আনার চেষ্টা করেছি।’

ফারজানা রহমান ববির এটা প্রথম একক চিত্র প্রদর্শনী। তিনি মূলত প্রিন্ট মেকার হলেও এই প্রদর্শনীতে বেশকিছু মিশ্র মাধ্যমের কাজ রয়েছে। প্রথম একক প্রদর্শনী হলেও এর আগে, ফারজানা রহমান ববি দেশে বিদেশে গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

৭৩টি চিত্রকর্ম দিয়ে সাজানো এই প্রদর্শনী চলবে ১৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। ঠিকানা: বাড়ি # ২/৮, ব্লক# ডি, মোহাম্মদপুরম, ঢাকা-১২০৭।

সারাবাংলা/এএএইচ/পিএম

চিত্র প্রদর্শনী ফারজানা রহমান ববি মাটির মায়া