Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঙ্গীতা ইমামের ‘নন্দিতার বেলাভূমি’ বইমেলায়


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৮ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৫৬

।। প্রাণের মেলা ডেস্ক ।।

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সঙ্গীতা ইমামের উপন্যাস ‘নন্দিতার বেলাভূমি’। সম্পর্কের টানাপোড়েনের সময় সন্তানের মনঃস্তাত্ত্বিক জগতকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট এই উপন্যাসের কাহিনী। উপন্যাসের গণ্ডি পেরিয়ে ‘নন্দিতার বেলাভূমি’ হয়ে উঠেছে সাধারন মানুষের চেনা-জানা সম্পর্কের এক অচেনা অজানা ছাদ-বারান্দা। কৈশোরের মনস্তত্বকে কেন্দ্রে রেখে সম্পর্কের এক অনিন্দ্য মেলবন্ধন এই উপন্যাস। সমাজ বাস্তবতায় একলা বেড়ে ওঠা নন্দিতা মায়ের একাকিত্বের যুদ্ধকে শ্রদ্ধা করে। অন্যদিকে দেখা যায় স্বপ্নে আঁকা বাবার জন্যেও নন্দিতার ভালোবাসা অসীম।

বিজ্ঞাপন

সম্পর্কের টানাপোড়নের মাঝে পরিবারের মানুষেরা বিচ্ছিন্ন হয়। এই বিচ্ছিন্নতায় বাবা-মা দুইজনেরই ভালোবাসা পেতে চাওয়া সন্তানের আকুলতা ফুটে উঠেছে উপন্যাসটিতে।

‘নন্দিতার বেলাভূমি’ উপন্যাসটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার পাঞ্জেরী পাবলিকেশন্সের ১৭ নম্বর প্যাভিলিয়নে।

সারাবাংলা/পিএম

নন্দীতার বেলাভূমি পাঞ্জেরী বইমেলা সঙ্গীতা ইমাম