মেলায় কমিকসের নানা বই
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৫ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৪৭
প্রাণের মেলা ডেস্ক ।।
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে আহসান হাবীবের নতুন কমিকসের বই ‘ভয়’। বইটি প্রকাশ করেছে ঢাকা কমিকস। এছাড়াও ঢাকা কমিকস থেকে প্রকাশিত হয়েছে রোমেল বড়ুয়ার ‘লুঙ্গিম্যান’। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমা’র ঝুলির গল্প অবলম্বনে আসিফুর রহমানের ‘নীল কমল আর লাল কমল’। সব্যসাচী চাকমা’র জুম-২, তানজিম-উল- হকের লেখায় এবং এড্রিয়ান অনীকের আঁকায় ইব্রাহিম-৩। এছাড়াও পাওয়া যাচ্ছে নাসরীন সুলতানা মিতু’র সায়েন্স ফিকশন কমিকস সায়েন্স মিক্স-কমিক্স।
বইগুলো ঢাকা কমিকস-এর ৬৫৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।