আফসানা কিশোয়ার-এর দশম কাব্যগ্রন্থ ‘জীবন যখন যেখানে যেমন’
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৪৮
প্রাণের মেলা ডেস্ক ।।
এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি আফসানা কিশোয়ারের কাব্যগ্রন্থ ‘জীবন যখন যেখানে যেমন’। আফসানা কিশোয়ারের কাব্যভাষা ব্যতিক্রমী। আমারা যখন পড়ি ‘নিউরনে আগুন ধরে গেলে, সেই স্ট্যাপলার এর পিন, জায়গামতো মেরে দিতে,আর কতদিন, নাদের আলী!- তখন সচেতন পাঠক মাত্রই বুঝতে পারেন স্যাটায়ারের আশ্রয়ে কবি বলে যান মানুষ জেগে গেলে অন্যায়ের তিরোধান কতটা সুনিশ্চিত।
এভাবেই বিভিন্ন কবিতার আনাচে কানাচে কবি তার ক্লান্তির বয়ান দিলেও তার ভেতরে আগুন বের হয়ে আসে শব্দকে আশ্রয় করে এবং আমরা পেয়ে যাই তার কাব্যগ্রন্থ ‘জীবন যখন যেখানে যেমন’। এটি কবির দশম কাব্যগ্রন্থ। বইটি পাওয়া যাচ্ছে একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি (এপিপিএল) ২৪৭-২৪৮ নম্বর স্টলে।
সারাবাংলা/পিএম