করোনা সচেতনতায় কার্টুন এঁকে তাক
১৬ মে ২০২০ ২৩:০৮ | আপডেট: ১৬ মে ২০২০ ২৩:০৯
আলাদা করে কোনও দিন নেননি প্রশিক্ষণ। না আছে চিত্রকলা সম্পর্কিত কোন ডিগ্রি। তবুও কোভিড-১৯ সচেতনতায় শিক্ষার্থীর আঁকা কার্টুন রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইন্টারনেট জগতের বাসিন্দাদের। শায়েরাহ শামায়েলের সচেতনতামূলক এই কার্টুন দেখে নেটিজেনরা মুগ্ধ প্রশংসায় মেতেছেন। কেউ বের করছেন কার্টুনটির অর্ন্তনিহিত অর্থ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিভার দ্যুতিতে মনযোগ কেড়ে নেওয়া শায়েরাহ শামায়েল এসওএস হারম্যান মেইনার কলেজের শিক্ষার্থী।
দেখে নেই শায়েরাহ শামায়েলের আঁকা সচেতনতামূলক কার্টুনটি-