Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশ্বিক উষ্ণতার বিরূদ্ধে ক্যানভাসে ‘ইমপ্রেশন অব নেচার’


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৯

ভাষা হোক প্রতিবাদের। ভাষা হোক পরিবর্তনের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস ফেব্রুয়ারি। এই মাসেই ২১ জন চিত্রশিল্পীর ক্ষুদ্র প্রয়াস ‘ইমপ্রেশন অব নেচার’। বৈশ্বিক উষ্ণতার প্রতিবাদে প্রকৃতিকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে এই যৌথ প্রদর্শনী। আয়োজনে ফ্রিল্যান্স আর্টিস্ট, ছাত্র-ছাত্রীদের আর্ট গ্রুপ ‘আউটডোর কমিউনিটি’। এই প্রদর্শনী চলবে রোববার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রকৃতিপ্রেমীরা আসতে পারেন এই প্রদর্শনী দেখতে। তথাকথিত শিল্পভাবনা নয়, অন্যভাবে ভাবতেই ‘প্রকৃতি’কেই করা হয়েছে এই আয়োজনের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ম্যাগনাম ম্যানেজমেন্ট কনসাল্টিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিনেব জীনাত লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল রিসার্চার তাসলিমা ইয়াসমিন এবং গ্রীন সেভার্সের ফাউন্ডার ও নগর কৃষক আহসান রনি।

বিজ্ঞাপন

‘আউটডোর কমিউনিটি’ তাদের এই আয়োজন সম্পর্কে ব্যাখ্যায় জানায়, ‘সারা পৃথিবীজুড়ে প্রকৃতির ওপর যে ধ্বংসতাণ্ডব চলছে, তাতে প্রকৃতি হারিয়ে ফেলছে তার যৌবন, হারাচ্ছে নিজস্ব রঙ। মানুষের সৃষ্ট ভুলের মাশুল হয়ে পুরো পৃথিবীতে প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ। মানুষ আজ ভুলতে বসেছে যে, তারা প্রকৃতিরই অংশ। এই অসচেতনতা আমাদের জন্যে যেমন ক্ষতিকর তেমনি আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও হুমকিস্বরূপ। পরবর্তী প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি আমরা? প্রকৃতিকে ধ্বংস করে আমরা কি বাঁচতে পারব? আমাদের ক্যানভাস ও ক্যানভাসে আঁকা স্থির ভাষাগুলোর মতো প্রকৃতি যেন তার রঙ হারিয়ে না ফেলে; অস্থির মানুষের দানবীয় কর্মকাণ্ডের আঘাতে প্রকৃতি যেন আরও ক্ষত-বিক্ষত না হয়-এই কারণে প্রকৃতির বিরূদ্ধে চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাতেই আমাদের ক্যানভাসে সাদা-কালোর মিশেল। অনন্তযৌবনা প্রকৃতি আবার নব রঙে রঙিন হয়ে উঠুক-এই আমাদের চাওয়া। এর জন্য আমাদের সকলের প্রয়োজন একটু সচেতনতার, একটু ভালবাসার, একটু প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতার।’

‘ইমপ্রেশন অব নেচার’ যৌথ প্রদর্শনীর ২১ জন শিল্পী হচ্ছেন- আজমল হোসেন, দীপ্র বণিক, হেলাল শাহ, খাদিজাতুন নোমানী, খিং সাই মারমা, লিজা শরিফা, মধুবন্তী রায়া, মানিক বণিক, মারজান কবির, মহসিন কবির হিমালয়, মৃণাল বণিক, নুসরাত জাহান তিতলী, প্রীতম মজুমদার, প্রদীপ সাহা, রাজিব মাহবুব, শক্তিমোহিত সুবীর, সীমা মণ্ডল, সাজিয়া রহমান সন্ধ্যা, শক্তি নোমান, তানজিমা তাবাচ্ছুম এশা, তারিকুল ইসলাম হিরক।

আউটডোর কমিউনিটি ইমপ্রেশন অব নেচার যৌথ প্রদর্শনী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর