Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী কালারস’


১৭ ডিসেম্বর ২০১৯ ২১:১৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৯:১৪

ঢাকা: কলকাতার বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচার মিলনায়তনে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী কালারস’। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিখ্যাত শিল্পী দেবব্রত চক্রবর্তী সাত দিনব্যাপী এই আর্ন্তজাতিক চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত জলরং শিল্পী বাদল পাল এবং ভাস্কর বিমল কুণ্ডুসহ অনেকে। এতে স্থান পেয়েছে ২২ জন শিল্পীর চিত্রকর্ম। এর মধ্যে পাঁচজন বাংলাদেশের। তাদেরই একজন শারমিন রহমান।

বিজ্ঞাপন

তার চিত্রকর্ম প্রসঙ্গে শারমিন সারাবাংলাকে বলেন, আমার চিত্রকর্মের নাম সাউন্ড অব সাইলেন্স। এতে সম্প্রতি নারীদের ওপর হয়ে যাওয়া যৌন নির্যাতন চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমাদের সামাজ অনেক কিছু প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়। এক অদৃশ্য হাত আমাদের মুখ চেপে ধরে আছে। সেই ভাবনা থেকে এমন চিত্রকর্ম।

প্রদর্শনীতে মোট ২২ জনের ৪২টি শিল্পকর্মী প্রদর্শন করা হবে। বাংলাদেশি পাঁচ শিল্পীর ছয়টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

আর্ন্তজাতিক চিত্র প্রদর্শনী কালারস’ বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচার