Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় ১২ দেশের ১২৪ শিল্পীর চিত্র প্রদর্শনী


২৩ জুলাই ২০১৯ ১৬:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারং আর্ট গ্রুপের আয়োজনে সোমবার (২৩ জুলােই) থেকে ঢাকায় চারদিনব্যাপী আন্তর্জাতিক চিত্রকর্মশালা ও প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন দেশের খ্যাতনামা অভিনেতা ও শিল্পী আফজাল হোসেন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট চিত্রশিল্পী মোস্তাফিজুর রহমান।

ঢাকার শিল্পকলা একাডেমীর ৫ম গ্যালারীতে আয়োজিত এ কর্মশালায় ১২ দেশের ১২৪জন চিত্রশিল্পী অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হচ্ছে শ্রীলংকা, ভারত নেপাল, আমেরিকা, জাপান, কানাডা, ভুটান ও দক্ষিণ কোরিয়া। এদের মধ্যে বাংলাদেশের সর্বাধিক শিল্পী অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে অংশ নেওয়া চিত্রশিল্পীদের মধ্যে আছেন নাজমুন নাহার রহমান, সিগমা হক অংকন, সাইদুজ্জামান সুমন, ফাতেমা আকতার, ফারহানা ইয়াসমিন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রদশর্নী চলবে ২৬ জুলাই পর্যন্ত।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

হাদির মৃত্যুতে উত্তাল খুলনা
১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৫০

আরো