মাইনুল এইচ সিরাজী’র মনস্তাত্ত্বিক উপন্যাস ‘আদমসুরাত’
৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫০
জ্যোতিষী রাখঢাক না করে বলেই দিলেন―আপনার স্ত্রী মারা যাবে আর আপনি প্রথম প্রেমিকাকে বিয়ে করবেন৷ স্ত্রী মারা যাওয়ার সম্ভাবনাটা কষ্টের৷ কিন্তু প্রথম প্রেমিকাকে বিয়ে করার ব্যাপারটা দারুণ শিহরন-জাগানো নয় কি? এই কষ্ট আর শিহরনের টানাপোড়েনে পড়লে শেষ পর্যন্ত আপনিই-বা কী করবেন?
পুরুষ মনস্তত্ত্বের জটিল বিষয়-আশয়ের সুলুক সন্ধান করার চেষ্টা করেছেন লেখক মাইনুল এইচ সিরাজী ৷ আপাত চোখে দেখা পুরুষের মন যে আসলে নানান ডালে ঘুরে বেড়ায়, শুধু মন নয়, শরীরও―সেই কঠিন সত্যটা অপ্রকাশিত থেকে যায়, থেকে যায় বহিরাবরণের আড়ালে৷ পাঠকের সামনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়াবে―সব পুরুষ বুঝি একই রকম?
এই বিষয়কে উপজীব্য করে মাইনুল এইচ সিরাজী লিখেছেন উপন্যাস আদমসুরাত। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। প্রচ্ছদ সমর মজুমদার।