গ্রন্থমেলায় ইকবাল হাসানের কবিতার বই ‘নিবেদিত পংক্তিমালা’
৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৫ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫২
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ইকবাল হাসানের নতুন কবিতার বই ‘নিবেদিত পংক্তিমালা’। বইটির প্রকাশক রয়েল পাবলিশার্স। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সাপ্তাহিক পূর্বাণী, বিচিত্রা, সন্ধানী ও রোববারসহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে খ্যাতি অর্জন করেন ইকবাল হাসান। কথাসাহিত্য এবং কবিতা দুটোটেই সমান পারদর্শী তিনি।
কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ মিলিয়ে—বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কারপ্রাপ্ত এই লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় অর্ধশতাধিক।