Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতে ঘরের টবে যে ফুল গাছগুলো লাগাবেন

জাহারা ইয়াসমিন
৬ ডিসেম্বর ২০২৪ ২০:০৭

শীতে ঘরের টবে লাগানো ফুলগাছ। ছবি: জাহারা ইয়াসমিন

শহরে শীত তো এসেই গেল। ঋতুর হিসেবে যদিও এখন হেমন্ত শেষের দিকে, কিন্তু শেষবিকেল থেকে সকাল পর্যন্ত শরীরে হিমভাব জানিয়ে দেয় শীত আসছে। দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে বইতে শুরু করেছে শীতের হাওয়া। আর এই শীত মানেই ঘরে-বাইরে রঙবেরঙের নানা ফুল। রুক্ষ, শুষ্ক এই আবহাওয়াও ঘর রঙিন ও প্রাণবন্ত রাখতে চাইলে ঘরের বারান্দায়ই কিন্তু করতে পারেন শীতকালীন ফুলের চাষ। তবে শীতকালে যেহেতু বাতাসের আদ্রতা বেশি থাকে, গাছের নিতে হবে আলাদা যত্ন। আসুন জেনে নেই শীতের গাছগুলো ও তার পরিচর্যা সম্পর্কে-

বিজ্ঞাপন

শীতে ঘরের টবে লাগানো ফুলগাছ। ছবি: জাহারা ইয়াসমিন

শীতের ফুল কোনগুলো

শীতকালে টবে গাঁদা, গোলাপ, ন্যাস্টারশিয়াম, প্যানজি, পিটুনিয়া, ভারবেনা, ক্যামেলিয়া, কারনেশন, স্যালভিয়া, গোলাপ, জারবেরা, এজালিয়া প্রভৃতি লাগাতে পারেন। এছাড়া চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, কসমস, সিলভিয়া, অ্যান্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, প্যানজি, ডায়ান্থাস, ফ্লক্স, ভারবেরা, কারনেশান, পপি, সূর্যমুখী, পর্টুলেকা, ক্যালেন্ডুলা, হলিহক, সুইট পি, অ্যাজালিয়া, জারবেরা, গ্ল্যাডিওলাসকে শীতের ফুলের সঙ্গী করতে পারেন।

গাঁদাফুল

এই গাঁদাফুল বাগানে রাখা কিন্তু মোটেই সহজ নয়। তবে শহরে যারা ফুলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং ফুলগাছের যত্ন করতে পারেন, নিজের ছাদবাগানে বা বারান্দায় তারা লাগিয়ে ফেলতেই পারেন হলুদ, কমলা, সাদা বিভিন্ন রঙের গাঁদা ফুল।

শীতে ঘরের টবে লাগানো পিটুনিয়া ফুলগাছ। ছবি: জাহারা ইয়াসমিন

পিটুনিয়া

শীতের দেশের ফুল হলেও পিটুনিয়া এখন উপযুক্ত তদারকিতে এ দেশের আবহাওয়াতেও ফুটিয়ে তোলা সম্ভব। নানা রঙের এক ঝাঁক পেটুনিয়া শুধু যে আপনার বারান্দা বা ছাদের ধারকে আকর্ষণীয় করে তুলবে, তা ই নয়, মন ভালো রাখতেও এই ফুলের জুড়ি মেলা ভার।

শীতে ঘরের টবে লাগানো অর্কিড ফুলগাছ। ছবি: জাহারা ইয়াসমিন

অর্কিড

অর্কিড ফুলপ্রেমী মানুষের কাছে বিশেষ আকর্ষণের। এবং শীতকালে রংবেরঙের অর্কিড আপনার বাগানকে উজ্জ্বল করে রাখতে পারে। শুধু দরকার অল্প একটু দেখাশোনার। শীতের মাসগুলোতে বেশির ভাগ অর্কিডই তাদের বৃদ্ধিকে শ্লথ করে দেয়, এমনকি সুপ্ত অবস্থায়ও চলে যায়। তাই প্রতি সপ্তাহে পানি দেওয়ার পরিবর্তে শীতকালে প্রতি ১০ দিন অন্তর অর্কিডগুলোকে পানি দেওয়াই ভালো।

বিজ্ঞাপন

লেখক: গৃহিনী ও ফেসবুক পেইজ শখের ছাদবাগানের এডমিন

সারাবাংলা/এসবিডিই

শীতে ঘরে ফুলগাছ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর