কফি বিন এন্ড টি লিফে ৫৯৯ টাকায় ইফতার প্লেটার
২৯ মে ২০১৮ ১৭:১৭ | আপডেট: ৩০ মে ২০১৮ ১৫:০১
লাইফস্টাইল ডেস্ক ।।
জনপ্রিয় আমেরিকান চেইন কফি বিন এন্ড টি লিফে রোজা উপলক্ষে পাওয়া যাচ্ছে সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার প্লেটার। ৫৯৯ টাকার এই প্লেটারে পাওয়া যাচ্ছে একটি তন্দুরি চিকেন ফিলিং র্যাপ, দুটো চিকেন স্যাটে, এক স্লাইস ডেট্রয়েট পিজ্জা, একটা ডিমচপ, দুটো অনিয়ন রিং, চিকপি বা মটরশুঁটির সালাদ, দুটো খেজুর, অটোমান সামজ্যের জনপ্রিয় ডেজার্ট টুলুম্বা, যেকোন একটি সিজনাল ফলের টুকরো, এক গ্লাস ঠান্ডা লেমনেড ও একটা মিনারেল ওয়াটারের বোতল।
এছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড বহনকারীদের জন্য বিশেষ সুবিধার আওতায় রোজার শেষদিন পর্যন্ত একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবেন।
ইফতার রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন +৮৮০৯৬৩৮৯৯৫৯৯৫ ও +৮৮০১৭৮৯৮৫৭৭২৬।
সারাবাংলা/আরএফ